যশোরের কিছু খবর

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের বারান্দীপাড়া ঢাকা রোড ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে এক’শ পিস ইয়াবা উদ্ধার হয়। আটককৃতরা হচ্ছে বারান্দী পাড়া লিচুতলার হোসেন গাজীর পুত্র জাকির হোসেন টুটুল ও মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলার পারিঘাটা গ্রামের হারুন মোল্যার পুত্র পলাশ।
পুলিশ জানায় জাকির হোসেন টুটুল ও পলাশ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের উপস্থিতিটের পেয়ে ওই এলাকার মৃত নিয়ামত গাজীর পুত্র আবু তালেব ও তার স্ত্রী কহিনুর বেগম দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

দুঃসাহসিক চুরি
যশোর শহরতলী পালবাড়ী গাজীর ঘাট এলাকার এক বাড়ির দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে চুরি করেছে চোরেরা । এ সময় তারা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণের আংটি নিয়ে গেছে। এ ঘটনায় ভাড়াটে বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে। মাগুরা জেলা সদরের গোয়ালখালী গ্রামের মৃত প্রফুল¬ বিশ্বাসের পুত্র নিমাই কুমার বিশ্বাস যশোর শহরতলী পালবাড়ী গাজীর ঘাট এলাকার আঁচল শওগাত হোসেন বাবলুর বাড়িতে ভাড়া থাকে। বুধবার রাতে ওই বাড়িতে কেউ না থাকায় চোরেরা দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ৪ আনা ওজনের স্বর্ণের আংটি নিয়ে সটকে পড়ে।

যশোরে কৃষক সংগ্রাম সমিতির সভা অনুষ্ঠিত
শুক্রবার দুপুরে যশোর জেলা কার্যালয়ে কৃষক সংগ্রাম সমিতির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েচে।এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার। বক্তব্য রাখেন,জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, সহ-সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, স্বেচ্ছাসেবক সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাস, জেলা সদস্য সহিদ হোসেন মনা ও মনিরামপুর থানার যুগ্ম-আহ্বায়ক পরিতোষ দেবনাথ প্রমূখ। সভায় জেলা কোষাধ্যক্ষ শুকুর আলী (৬৫)’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সম্মপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে করেন।



মন্তব্য চালু নেই