যশোরে ইয়াবাসহ দুইজন আটক

বুধবার রাতে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে যশোর শহরেরর চাঁচড়া রায়পাড়ার বাবুর বাড়ির ভাড়াটিয়া মৃত সেকেন্দার শেখের পুত্র রানা শেখ ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলা লাহরিয়া ডোহার পাড়া ইউসুফ মোল্যার পুত্র রাসেল মোল্লা।

পুলিশ জানায় বুধবার রাতে চাঁচড়া রায়পাড়া মিন্টু খানের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নেশা জাতীয় দ্রব্য কেনাবেচা করে আসছিল। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

 

 

যশোর শহরে জয় হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা
যশোরে অজ্ঞাত সন্ত্রাসীমের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম ওরফে জয় খুন হয়। এ ঘটনায় নিহতর পিতা বাদি হয়ে আট জনের নাম উল্লেখ করে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে। আসিামিরা হচ্ছে শহরের বেজপাড়া আনাছার ক্যাম্প এলাকার আকবারের পুত্র সফিকুল ইসলাম,বেজপাড়া পানির ট্যাংকীর পাশে জাহাঙ্গীর হোসেনের পুত্র রবিউল ইসলাম,বেজপাড়া আকবরের মোড়ের রনি,ফারুক হোসেনের পুত্র জুয়েল,শংকরপুর এলাকার সুলতানের পুত্র কামাল, ওই এলাকার বিশ্বাস পাড়ার ওমর, তুহিন ও সোহেল

২০ জানুয়ারী বিকেরে আসামিরা শফিকুল ইসলাম ওরফে জয়ের পিতার কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবি করে। টাকা না দেয়ায় তারা রাতে সশস্ত্র অবস্থায় জালাল উদ্দিনের বাড়ির পাশে চায়ের দোকানে এসে গালিগালাজ করতে থাকে। এক পর্যায় জালালের জয় গালিগালাজের প্রতিবাদ করে।

এ সময় সন্ত্রাসীরা জয়কে এলোপাতাড়ী ভাবে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

 

যশোরে এক চিহ্নিত পকেটমার আটক
বৃহস্পতিবার সকালে চাঁচড়া ফাঁড়ি পুলিশ শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে মতিয়ার রহমানকে আটক করেছে। সে যশোর ঝিকরগাছা উপজেলার মল্লিক পুর গুচ্ছগ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র।
পুলিম জানায় যশোর গামী বাসে মতিয়ার রহমান পকেট কাটার ওই বাসে যাত্রীবেশে যশোর আসে। বাস থেকে নামার সময় তাকে আটক করা হয়েছে। সে চিহ্নিত পকেটমার।

 

 

প্রেসক্লাব যশোরের সামনে বাকবিশিস’র মানববন্ধন ও স্মারক লিপি পেশ
বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস ) যশোর জেলা শাখার উদ্যোগে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল-সরকারী কর্মকর্তা-কর্মচারদের ন্যায় একই সঙ্গে বাস্তবায়ন করার দাবিতে প্রেসক্লাব যশোররের সামনে মানববন্ধন করেন।
এতে বক্তব্য রাখেন,ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ,অধ্যাপক কাদের সিদ্দিকী,বিমল সরকার, গাজী গোলাম মোস্তফা,অধ্যক্ষ পাভেল চৌধুরী। মানববন্ধন শেষে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি পেশ করে।



মন্তব্য চালু নেই