যশোরের পাপড় বিক্রেতাকে দেখে বিস্মিত হলেন আমিরাতের প্রবাসী!

উনি এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে; একজন টিভি প্রেজেন্টার। সকালে যশোরের গদখালীর ফুলের রাজ্যে প্রবেশের আগ-মুহূর্তে তার সঙ্গে দেখা হয় একজন পাপড় বিক্রেতার। মানুষটার কষ্ট দেখে কিছু অর্থ সহায়তা করেন তিনি। কিন্তু পাপড় বিক্রেতা ওই মানুষটি সে অর্থ নেননি। এতে আমিরাতের ওই নাগরিকসহ তার কলিগরা বেশ অবাক হন। তাদের অনুরোধেও কাজ হচ্ছিল না।

পীড়াপীড়ির একপর্যায়ে রাজি পাপড় বিক্রতা রাজি হন, তবে শর্ত জুড়ে দেন! অতিথিদের পাপড় নিতে হবে তার কাছ থেকে!

এই ঘটনায় তারা প্রথমে বিস্মিত! পরে অভিভূত হন।

শেষে পাপড়ওয়ালা ওই ব্যক্তি এবং বাংলাদেশ নিয়ে একটি স্টোরি করেন। যেখানে তিনি এদেশের মানুষের আত্মসম্মানবোধ আর পরিশ্রমের বিষয়টি উল্লেখ করেছেন।



মন্তব্য চালু নেই