যশোরের টুকরো খবর (১০/১০/১৪)

যশোরে ধর্ষনের সহযোগীতা করার অপরাধে একজন আটক:
বুধবার রাতে যশোর শহরতলী পালবাড়ি ঘোষ পাড়া এলাকার এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। এ ধর্ষনে সহযোগীতা করা অপরাধে রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। সে শহরের পুরাতন কসবা ঘোষ পাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে কিশোরী (১৪) পালবাড়ি এলাকায় খালার বাড়ি হতে বোনের বাড়ি শহরতলী ঝুমঝুমপুর এলাকায় যাচ্ছিল। পালবাড়ি কমিউনিটি সেন্টারের সামনে পৌছালে পুরাতন কসবা ঘোষ পাড়ার আনোয়ার মিস্ত্রির পুত্র ছোট মঈনসহ তার সহযোগী রফিকুল,ছোট আরজু,কালাচাঁদসহ অজ্ঞাত ৪/৫জন তাকে জোর করে মিঠুর বাগানে নিয়ে ছোট মঈন জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনার সহযোগীতা করার অপরাধে রফিকুল ইসলামকে আটক করে।

শহরে দুঃসাহসিক চুরি:
যশোর শহরের খোলা ডাঙ্গা সার গোডাউন এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। এ সময় চোরেরা নগদ টাকা স্বর্ণালোংকারসহ ৮৮ হাজার ৫শ’ টাকার মালামাল নিয়ে সটকে পড়ে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে যশোর শহরের খোলা ডাঙ্গা সার গোডাউন এলাকার শমসের আলীর পুত্র মহিরুল আজমের বাড়ির জানালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে। এ সময় নগদ ৩ হাজার টাকা একটি মোবাইল ফোন, এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে সটকে পড়ে।

হেরোইনসহ একজন আটক:
যশোর কোতয়ালি থানা পুলিশ শহরে অভিযান চালায়। এ সময় ৯০ গ্রাম হেরোইনসহ খালিদ হাসান রাব্বিকে আটক করেছে। সে বুধবার দিবাগত গভীর রাতে যশোর কোতয়ালি থানার এসআই শোয়েব উদ্দিন আহমেদ শহরের রেলষ্টেশন সংলগ্ন তৃপ্তি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা খালিদ হাসান রাব্বিকে আটক করেছে। তার দেহ তল¬াশী করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। পুলিশ জানায় পুলিশের উপস্থিতিটেন পেয়ে হেরোইন সম্রাজ্ঞী আছিয়া বেগম পালিয়ে যায়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা আদায়:
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত যশোর শহরের জেল রোডে অভিযান চালায়। এ সময় দুটি দোকান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট আব্দুস সালাম ও এন ডি সি আব্দুল মালেক যৌথভাবে শহরের জেল রোডের বাগাট রাজ কুমার মিষ্টান্নো ভান্ডারের মালিক অমোল ঘোষকে ৮ হাজার ও আশা ফুড মালিক আতিয়ার রহমানকে ৬ হাজার টাকা করে জরিমানা আদায় করে। পুলিশ জানায় তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও পরিবেশন করছে দীর্ঘদিন ধরে এ কারনে এ জরিমান করা হয়েছে।

যশোর সার্কিট হাউজে মত বিনিময় সভা:
বৃহস্পতিবার সকালে যশোর সার্কিট হাউজে সরকারের শিক্ষা সচিব ও ফ্রিল্যান্সার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিতছিলেন যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচায্র্, ফ্রিল্যান্সার এসোসিয়েশন যশোর শাখার সভাপতি অধ্যাপক খাইরুল বাশার, সাধারন সম্পাদক সদরের সভাপতি রাকিব হাসান, সাধারন সম্পাদক আল মামুন শাওন।

১৭লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার:
যশোরে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের জুলুলী, মাসিলা ও কাশিপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ১৮ হাজার ৯শ টাকার মালামাল আটক করেছে।
বর্ডার গার্ডের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোলের রায়পুর, মোগদাসপুর, গদাধরপুর, সূচীপাড়া, রেলগেইট ও আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাকারবারীদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের বহন করা ব্যাগ-বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা-ব্যাগ হতে ফেনসিডিল, পটকাবাজী, ভারতীয় থ্রিপিচ, মোবাইল সেট, চকলেট, জিরা চাপাতা উদ্ধার করে। যার মূল্য ১৭লাখ ১৮ হাজার ৯শ টাকা।



মন্তব্য চালু নেই