যশোরের খবর (৬/৯/১৪)

## যশোর বেনাপোলে বোমা বিস্ফোরনে দুইজন আহত:
যশোর অফিস: যশোর বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামে বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়। এতে আশরাফ ও কাশেম আলী আহত হয়েছে। আহতরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের আফসার উদ্দিনের পুত্র আশরাফ ও কাশেম আলী শার্শার গোগা গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকালে আশরাফ আলী নিজ বাড়ীতে কাশেমকে সাথে নিয়ে বোমা তৈরী করছিল। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে আশরাফ ও কাশেম আহত হয়। বাড়ির লোকজন আহতদেরকে গোপনে চিকিৎসা করাচ্ছেন বলে গ্রামবাসি জানায়। তাদের বিরুদ্ধে একাধিক সস্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রযেছে। পার্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

## যশোরে কোটি টাকার নিটিং মেশিন উদ্ধার:
যশোর অফিস: বিজিবি যশোরের ২৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালায়। এ সময় এক’শ ৩০ পিস নিটিং মেশিন উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
শুক্রবার সকালে বিজিবি’র ২৬ ব্যাটালিয়নের সদস্যরা ঝিকরগাছার নাভারণ বাজার এলাকায় যশোরগামী একটি পিকআপটি তল্লাশী চালায়। এ সময় পিকআপ থেকে এক’শ ৩০ পিস শোয়েটার তৈরির নিটিং মেশিন উদ্ধার করে।

## যশোরে ছিনতাইকারীকে ধরে গণপিটুনি:
যশোর অফিস: যশোরে আসাদুল ইসলাম (২৫) নামে এক ছিনতাইকারীকে গনধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। সে খড়কী এলাকার জহিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার রাতে আসাদুল খেলাডাঙ্গা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

## যশোরে এক সাজাপ্রাপ্ত আসামী আটক:
যশোর অফিস: বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালি পুলিশ হানা দিয়ে সাজা প্রাপ্ত আসামী কামরুল চাকলাদারকে আটক করেছে। সে যশোর সদরের গোপালপুর গ্রামের আমিন চাকলাদারের পুত্র । পুলিশ জানায় একটি মামলায় সে এক বছর সাজা প্রাপ্ত হয়। এর পর থেকে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে।

## যশোরে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় মামলা:
যশোর অফিস: যশোর শহরের টাউন হল মাঠে পূর্ব শত্র“তার কারনে যুবক শাহ আলম ওরফে আপন (২৮)কে উপুর্যপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর সদরের নওদাগ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র শাহ আলম ওরফে আপন প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। টাউন হল মাঠে পৌছুলে শহরের মোল্যাপাড়া বাশতলা আইডিয়াল স্কুলের গলির হেদায়েত ও মিশন পাড়া পুরাতন কসবার গোলাম কিবরিয়ার পুত্র অনিক তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আপনের মা মঞ্জুরা বেগম বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে।

## যশোরে ডাকাতি মামলার তিন আসামী আটক:
যশোর অফিস: যশোর কোতয়ালি থানা পুলিশ শহরে অভিযান চালায়। এ সময় ডাকাতি প্রস্তুতি মামলার তিন আসামীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,শহরের বকচর কোল্ড স্টোরের মোড়ের কালাম হোসেনের পুত্র শুকুর আলী,বকচর র‌্যাব অফিসের পিছনে আশরাফ মোল্যার পুত্র সানোয়ার হোসেন ও মনিরাপুর উপজেলা জালঝাড়া গ্রামের হযরত আলীর পুত্র শামীম হোসেন।
পুলিশ জানায় যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ে ডাকাতি প্রচেষ্টার সাথে জড়িত থাকতে পারে বলে তাদেরকে আটক করা হয়েছে।

## বিদ্রোহী সাহিত্য পরিষদের সাহিত্য সভা অনুষ্ঠিত:
যশোর অফিস: বর্তমানে তিনটি ঋতু দৃশ্যমান হলেও প্রকৃত পক্ষে এদেশের ৬টি ঋতু রয়েছে। সৃষ্টিশীল মানুষের সাহিত্য প্রেরণার জন্য শরৎকালের প্রভাব রয়েছে অনেক। তাইতো বাংলা ভাষায় ঋতু বৈচিত্রে শরতের প্রভাব খুব বেশি। এসময় শুধু বাংলা ভাষা নয়, বিশ্বের সকল ভাষায় এ শরৎএর শারদীয় ফুটে উঠেছে। বিদ্রোহী সাহিত্য পরিষদের শারদীয় কবিত াপাঠের আসরে বক্তারা একথা বলেন। শুক্রবার সকালে যশোর ইনস্টিটিউটের ভূপতি মঞ্চে বিদ্রোহী সাহিত্য পরিষদ আয়োজিত এ কবিতা পাঠ ও ১৩৪তম সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো: সামসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আনোয়ারুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোহাম্মদ আব্দুল খালেক। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাধন কুমার অধিকারী, কবি শাহরিয়ার সোহেল।
পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় আরও অংশ নেন পদ্মনাভ অধিকারী,আব্দুল আলীম, সন্তোষ কুমার কুন্ডু,মমিনূর রহমান, এডিএম রতন, মো: রমিজ উদ্দিন,আমির হোসেন মিলন, কাজী রকিবুল ইসলাম, আবুল হাসান তুহিন, সুমন বিশ্বাস, মুস্তাক মুহাম্মদ, নূরজাহান আরা নীতি, সোহেলী সুলতানা, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শংকর নিভানন, ডা. আহাদ আলী বিশ্বাস কে, এম আনোয়ারুল ইসলাম, মো: মিজানুর রহমান, রেজাউল করিম রোমেল প্রমূখ। সভায় ১৩৫তম সাহিত্য সভা আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।



মন্তব্য চালু নেই