যন্ত্রের জয় : ১৬ বছর পর কিশোরের মুখে প্রথম কথা

জেমস ওয়াকারের বয়স ১৬ বছর। রাগবি খেলা ও পপ গান শুনতে ভালোবাসে এই কিশোর। তার একজন মেয়ে বন্ধুও আছে। সবকিছু স্বাভাবিক থাকলেও কথা বলতে পারত না। খুব ছোটবেলায় একটি অসুখে পড়ে জেমস ওয়াকার প্রতিবন্ধী হয়ে পড়ে। হাটতে বা চলাফেরা করতে পারে না। তবে কথা বলতে না পারার সেই নীরবতা অবশেষে ভেঙেছে। একটি যোগাযোগ যন্ত্রের সাহায্যে প্রথমবার কথা বলেছে এই কিশোর। আর সেটি হলো ‘হ্যালো মম’। এতদিনের নীরব থাকা সম্পর্কে নিজের যোগাযোগ যন্ত্রটি ব্যবহার করে জেমস বলছে, এটা মজার ছিল। আর নতুন করে কথা বলার বিষয়টি তার কাছে ‘নতুন কিছু শেখার মতো’। যুক্তরাজ্যের হলে পরিবারের সঙ্গে থাকে জেমস। নিজের চোখ কার্সরের মতো ব্যবহার করে কম্পিউটারে শব্দ আর ছবির উপর ক্লিক করে করে বাক্য গঠন করে। এভাবেই এখন অন্যদের সঙ্গে কথা বলে জেমস। টোবি আই গেজ নামের এই কম্পিউটার সে ব্যবহার করতে পারে। কম্পিউটারে এ রকম কয়েক হাজার শব্দ রয়েছে।খবর বিবিসির।



মন্তব্য চালু নেই