যক্ষ্মা বিষয়ে ক্রীড়া সংগঠকদের নিয়ে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে,এম গোলাম রব্বানী, কুড়িগ্রাম থেকে: যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কুড়িগ্রামে ক্রীড়া সংগঠকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. জয়নাল আবেদিন জিল্লুর।

জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি-নাটাব এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানস দাস ধলু, নির্বাহী সদস্য সাঈদ হাসান লোবান, আহসান হাবীব নীলু, আব্দুল আজিজ মঙ্গা, নাটাব প্রতিনিধি কাওছার উদ্দিন প্রমূখ। এতে মূখ্য আলোচক ছিলেন সদর স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য, প্রাক্তন খেলোয়ার, রেফারী, আম্পায়ার, কোচসহ ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে তাদেরকে জড়িত করতে হবে। খেলাধূলা ও বিনোদনের মাধ্যমে যা করা সম্ভব।



মন্তব্য চালু নেই