‘ময়নাতদন্তে আফসানাকে হত্যার আলামত পাওয়া যায়নি’

রাজধানীর মিরপুরের সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আফসানা ফেরদৌসীর ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার কোনো আলামত খুঁজে পাননি চিকিৎসকেরা। তাই আফসানা আত্মহত্যা করেছেন বলেই দাবি চিকিৎসকদের।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি সূত্র জানায়, আফসানার ময়নাতদন্তে হত্যার কোনো আলামত স্পষ্ট করে পাওয়া যায়নি। তার সবকিছুই স্বাভাবিক রয়েছে। এ কারণে নিশ্চিতভাবে বলা যায় তিনি আত্মহনন করেছেন।

গত ১৩ আগস্ট আফসানা ফেরদৌসীর মরদেহ কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে রেখে আসে দুই যুবক। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। সেখানে আফসানার মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা।

এদিকে আফসানাকে ছাত্র ইউনিয়ন কর্মী দাবি করে সংগঠনটি অভিযোগ করছে, তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে রবিনসহ তার কয়েক বন্ধু আফসানাকে হত্যা করেছেন।



মন্তব্য চালু নেই