ম্যান্ডেলার নাতির ইসলাম গ্রহণে উদ্বিগ্ন বাংলাদেশের দৈনিক প্রথম আলো !

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি গোষ্ঠীপ্রধান মান্ডলা ম্যান্ডেলা ইসলাম গ্রহণ করেছে। আলোচিত খবর হিসেবে প্রায় সব মিডিয়া এটিকে হাইলাইটস করলেও ব্যক্তিক্রম ছিল বাংলাদেশের আলোচিত দৈনিক প্রথম আলো । দৈনিকটি শিরোনাম করেছে

মান্ডলা ম্যান্ডেলার ইসলাম গ্রহণ নিয়ে উদ্বেগ ।

পত্রিকাটি আর লিখেছে,

নেলসন ম্যান্ডেলার নাতি গোষ্ঠীপ্রধান মান্ডলা ম্যান্ডেলার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ঘটনায় দক্ষিণ আফ্রিকার প্রথাগত নেতারা অস্বস্তিতে পড়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য,

মান্ডলা ম্যান্ডেলা গত বছরের শেষ দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত সপ্তাহে কেপটাউনের একটি মসজিদে তাঁর বিয়ের অনুষ্ঠান হয়। বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারী হিসেবে আবা থেম্বু গোষ্ঠীর এমভেজোদের প্রধান হয়েছেন মান্ডলা। রাবেয়া ক্লার্ক নামের এক মুসলিম নারীকে বিয়ে করার জন্য মান্ডলা ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে মনে করা হয়।

অবশ্য প্রথম আলোর ইসলাম বিদ্বেষী ভূমিকা নতুন নয়।

পত্রিকাটির ইসলাম বিরোধী ভুমিকা নিয়ে অনেকেই এনিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

তানভীর আর্জেল লিখেছেন,

সংবাদের নমুনা দেখুন……

“মান্ডলা ম্যান্ডেলার (নেলসন ম্যান্ডেলার নাতি) ইসলাম গ্রহণ নিয়ে উদ্বেগ”-টয়লেট টিস্যু (প্রথম আলো)।

…এইসব দেখার পর এখন আর ভদ্র ভাষায় প্রতিবাদ লিপি লিখতে ইচ্ছে করে না। ধইরা জুতাইতে ইচ্ছে করে।

মনজুর ইসলাম লিখেছেন, কার মাথা, আর কার ব্যথা! মান্ডলা ইসলাম গ্রহণ করছে, আর মাথা ব্যথা প্রথম আলোর! দেশ থাইকা মতিউররে বাহির কইরা দেওয়া দরকার,

সালেকিন লিখেছেন, মইত্তা চুরার কামই তো খালি ইসলাম নিয়া চুলকানি,.

-বিডিটুডে



মন্তব্য চালু নেই