ম্যানইউতে স্বপ্ন পূরণ রোহোর

পর্তুগিজ স্পোর্টিং ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইডে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিতে করলেন মার্কোস রোহো। আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করেছেন। স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার। আর তা পূরণও হলো তার। ম্যানইউতে এবারের মৌসুমটা কাটানোর চুক্তি হয়ে গেল সোমবারই।

ম্যানইউ ও লিসবনের মধ্যে চুক্তি অনুসারে ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাচ্ছেন রোহো। আর পাশাপাশি রোহোকে পেতে ন্যানিকেও ছাড়তে হয়েছে নম্যানইউকে। চুক্তি অনুসারে স্পোর্টিংয়ে দীর্ঘ মৌসুমের জন্য ধারে খেলবেন ন্যানি।

সবকিছুই স্বপ্নের মত হয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডারের জন্য। এ সম্পর্কে রোহো বলেন, ‘ম্যানইউতে যেতে পেরে মনে হচ্ছে স্বপ্নে মধ্যে আছি।’ ২৪ বছর বয়সী এই ফুটবলারের স্বপ্ন পূরণের পেছনে ছিল বিশ্বকাপ নৈপুণ্য।

বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনা দলের ফাইনালে পৌঁছানোর পেছনে অন্যতম কারিগড় হিসেবে কাজ করেছেন তিনি।



মন্তব্য চালু নেই