ম্যানইউতে আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো

ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে গত মৌসুম থেকেই। সম্প্রতি দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ভিক্টর ভালদেসেরও ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। আর এই দুজন গোলরক্ষক ক্লাব ছাড়লে বেশ বিপদেই পড়ে যাবে রেড ডেভিলরা। তাই নিজেদের আগেভাগেই প্রস্তুত করে রাখল ইংলিশ ক্লাবটি।

আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক সার্জিও রোমেরোকে দলে ভিড়িয়েছে ম্যানইউ। রোমেরোর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে তাদের। সম্প্রতি ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া ছাড়ায় ২৮ বছর বয়সি আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে ফ্রি-ট্রান্সফার চুক্তি করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

রোববার রাতে এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ। ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটার বার্তায় লিখেছে, ‘আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত।’

ম্যানইউতে যোগ দেওয়ায় এক সময়ের গুরু লুইস ফন গালের অধীনে আবারও খেলার সুযোগ পেয়ে গেলেন রোমেরো। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডাচ ক্লাব এজে আল্কমারের কোচের দায়িত্বে ছিলেন ফন গাল। আর রোমেরো ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আল্কমারের জার্সিতে খেলেছিলেন।

ম্যানইউতে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত রোমেরো। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে এই আর্জেন্টাইন বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির হয়ে খেলার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’ ম্যানইউ কোচ ফন গালের প্রশংসাও ঝরেছে রোমেরোর কণ্ঠে, ‘লুইস ফন গাল একজন চমৎকার কোচ। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে আমার আর তর সইছে না।’

ফন গালও রোমেরোর প্রশংসা করেছেন। ম্যানইউটিভিকে তিনি বলেন, ‘সার্জিও রোমেরো আর্জেন্টিনা দলের একজন আন্তর্জাতিক গোলরক্ষক। সে আমার প্রাক্তন খেলোয়াড়ও। নেদারল্যান্ডসে এজে আল্কমারে আমি ওর কোচ ছিলাম। ১৯ বছর বয়সে আমি ওকে তুলে এনেছিলাম। ও অত্যন্ত প্রতিভাবান একজন গোলকিপার। ওর সঙ্গে আমরা চ্যাম্পিয়ন হব।’



মন্তব্য চালু নেই