ম্যাচ শেষে আলোচনায় মুস্তাফিজের ইয়োর্কার

টানা দ্বিতীয় ম্যাচে হারলো মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ। দল হারলেও এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে চার ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ইয়োর্কার, স্লোয়ার, কার্টারগুলো খেলতে রীতিমত হিমশিম খেতে হয় কেকেআর ব্যাটসম্যানদের। এমনই এক ইয়োর্কারে আন্দ্রে রাসেলকে বোল্ড আউট করেন মুস্তাফিজ।

সেই ইয়োর্কার প্রসঙ্গে ম্যাচ শেষে হায়দারাবাদের কোচ টম মুডি বলেন, ‘আমি মনে করি বলটি বিশ্বের বেশির ভাগ ব্যাটসম্যানকে আউট করবে। মুস্তাফিজের ইয়োর্কারটা ছিল অসাধারণ। আমি আগেও বলেছি, মুস্তাফিজুর বল হাতে সব কিছুই ঠিক মত করছে।’

পাওয়ার প্লেতে মুস্তাফিজকে দিয়ে এক ওভার করালেও পরবর্তীতে ১১ ওভারের পর মুস্তাফিজকে আবার বোলিংয়ে আনেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ততক্ষণে ম্যাচ কেকেআরের মুঠোয় চলে গিয়েছিল। আরেকটু আগে মুস্তাফিজকে বোলিংয়ে আনা প্রসঙ্গে মুডি বলে, আমার মনে হয় না, মুস্তাফিজকে আগে আনলে কোন লাভ হত। এমন টার্গেট বাঁচানো যে কোনো বোলারের জন্য খুব কঠিন।’



মন্তব্য চালু নেই