ম্যাচের আগে আমলার সঙ্গে ‘শিকারি’ সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফাইনাল নিশ্চিতের ম্যাচে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াসের প্রতিপক্ষ ছিলো ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের এবারের আসরে ত্রিনবাগের হয়েই খেলছেন হাসিম আমলা। তবে ম্যাচ শুরুর আগে একই ফ্রেমে দেখা যায় দুই তারকা ক্রিকেটারকে।

দ্বিতীয় প্লে অফে মাঠে নামার আগে একসাথে জুমা আদায় করেন সাকিব ও আমলা। নামাজ শেষে একসাথে ফ্রেমবন্দীও হন দু’জন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেরিফাইড ফ্যানপেজে সেই ছবিও পোস্ট করে সাকিব। সেখানে সাকিব লিখেন, ‘সবাইকে জুমা মোবারক’।

তবে মজার ব্যাপার হলো, ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিবের কাছেই নিজের উইকেট হারান আমলা। ম্যাচের ১১তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন সাকিব। ব্যাট হাতে তখন স্ট্রাইকে ছিলেন ৩৩ রানে ব্যাট করা আমলা। ওভারের প্রথম বলটি বাউন্ডারিতে পাঠালেও দ্বিতীয় বলেই হার মানেন তিনি।

বল মোকাবেলা করতে ক্রিজের বাইরে বের হলেও বল চলে যায় কুমার সাঙ্গাকারার হাতে। তার হাতেই স্ট্যাম্পিং হন ৩৭ রান করা আমলা। একই ওভারের চতুর্থ বলে সুনীল নারাইনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে।

জানিয়ে রাখা ভালো, এদিন ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে জ্যামাইকা। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়ে জ্যামাইকার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। আগামী ০৭ আগস্ট ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।



মন্তব্য চালু নেই