মৌলভীবাজারে সাড়ে ৩ মাস ধরে চলছে ১৪৪ ধারা

জেলার রাজনগর উপজেলার ইসলামপুর বাজারে সাড়ে ৩ মাস ধরে চলছে ১৪৪ ধারা। করাদাইর নদীর দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট পরিস্থিতির জেরে উপজেলা প্রশাসন গত ২৮শে মে ১৪৪ ধারা জারি করেছিল যা এখনও বলবৎ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের সঙ্গে কুশিয়ারা নদীর সংযোগ নদ কারাদাইর-এ মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ‘ফিসফাস প্রজেক্ট’ নামে একটি প্রকল্প করা হয় ২৫ বছরেরও বেশি সময় আগে। ওই নদী চলমান হওয়ায় এবং ফিসফাস প্রজেক্ট থাকায় প্রশাসন এটির ইজারা দেয়নি।

কিন্তু গত ১৪২০ বাংলা সনে মন্ত্রণালয় থেকে একটি মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেয়া হলে এ নিয়ে আদালতে মামলা চলে। এই নদীর পানি উন্নয়ন বোর্ডের অংশও প্রশাসন ইজারা বন্দোবস্ত দেয়। নদীর এ অংশ দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়।

গত ২৪শে মে দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ২৮শে মে ভোরে ইসলামপুর বাজারে জয়নাল মিয়া ও মিজান মিয়ার নেতৃত্বে দুই পক্ষ সশস্ত্র অবস্থান নিলে সংঘর্ষ এড়াতে সেখানে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করে।



মন্তব্য চালু নেই