মোশাররফ করিমের ‘খায়েশ’

ফজলু সিকদারের মেজাজ খুব খারাপ। মতলব চেয়ারম্যান তাকে অপমান করেছে। প্রতিশোধ নেয়ার জন্য অস্থির হয়ে ওঠে সে। লোকজন বুদ্ধি দেয়, মতলব চেয়ারম্যানকে হারিয়ে চেয়ারম্যান হতে হবে তাকে। কিন্তু চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তার নেই।

সেজন্য বড় বড় বংশের সঙ্গে আত্মীয়তা করার সিদ্ধান্ত নেয় সে। যে সব বংশে ভোটের পরিমান বেশি সেই বংশগুলোকে টার্গেট করে ফজলু। ছেলের বউকে জোর করে ডিভোর্স দিয়ে বড় বংশের মেয়েকে বউ বানাতে চায়। এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে খায়েশ শিরোনামের ধারাবাহিক নাটক।

কাজী শহীদুল ইসলামের রচনায় ৬ পর্বের এ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন- সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, অর্ষা, জুঁই, আরফান, শিরিন আলম প্রমুখ।

ঈদুল ফিতরের প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এ নাটক।



মন্তব্য চালু নেই