মোশাররফের পক্ষে দেওয়া আদালতের রুলকে চ্যালেঞ্জ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল ‘পারভেজ মোশাররফের বিদেশ গমনে বাঁধা নেই’ মর্মে আদালতের রুলকে চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। শনিবার সিন্ধু প্রদেশের হাইকোর্টে এই রুলের বিরুদ্ধে এটর্নি জেনারেল সালমান আসলাম আপিল করেছেন। তবে আপিলের শুনানি এখনো হয়নি।

আপিলের কপিতে মোশাররফকে দেশের বাইরে যেতে বাঁধা দেওয়া উচিত মর্মে যুক্তি তুলে ধরা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের হাইকোর্ট ‘মোশাররফের বিদেশ যেতে বাঁধা নেই’ মর্মে এক রুল জারি করে। তবে এতে বলা হয়েছিল যে, এই রুলই চূড়ান্ত নয়। এর বিরুদ্ধে আপিল ও তা শুনানির উপরই নির্ভর করবে মোশারফের ভাগ্য।



মন্তব্য চালু নেই