মোবাইল ছেড়ে গাড়ির পথে স্যামসাং

মোবাইল দুনিয়ায় স্যামসাংয়ের নাম কে না জানে! তাদের আনা একের পর নয়া স্মার্টফোনে বিপ্লব এসেছে মোবাইল ফোনের দুনিয়ায়। ফোনের সঙ্গে সঙ্গে এই কোরিয়ান সংস্থাটি টেলিভিশন, ফ্রিজ সহ একাধিক ইলেক্ট্রনিক্স পণ্যে মাত করেছে বাজার। এবার তাদের সাম্রাজ্যের পরিধি আরও বাড়াচ্ছে এই সংস্থাটি।
সূত্রের খবর কোরিয়ান এই জায়ান্ট এবার গাড়ি শিল্পের দিকেও পা রাখতে চলেছে। এবার চার চাকার গাড়ি তৈরি করবে স্যামসাং সংস্থা।
এর জন্য ইতিমধ্যেই তারা একটি নতুন টিমও তৈরি করেছে। তবে নয়া এই গাড়ি কবে বাজারে আসবে তা সংস্থার তরফে গোপন রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতানুযায়ী মোবাইলে স্যামসাংয়ের জনপ্রিয়তা পড়তির দিকে। তাই নয়া আয়ের উৎস খুঁজতেই সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর স্যামসাংয়ের আয়ের সূচক নিম্নমূখী ছিল বলে সূত্রের খবর।



মন্তব্য চালু নেই