মোবাইল চুরির অপরাধে যা সাজা পেতে হল এই যুবককে, তা নজিরবিহীন

যুবকটির অপরাধ ছিল, সে মোবাইল ফোন চুরি করেছে। সেই অপরাধে এলাকার মানুষ তাকে কঠিন শাস্তি দিল। পরে পুলিশ এসে সেই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। ধৃত যুবকের নাম রানা শেখ। রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাগাড়পাড়ায় বাড়ি যুবকটির।

দিন তিনেক আগে রামপুরহাট সুঁদিপুর মোড়ের এক কাপড় ব্যবসায়ীর দোকান থেকে একটি মোবাইল চুরি যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যে চুরি করেছে, সে ভাগাড়পাড়ার বাসিন্দা। শনিবার ওই যুবককেই ফের সুঁদিপুর মোড়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষেরা তাকে আটক করেন। তার পরে কাপড়ের দোকানে নিয়ে গিয়ে সিসিটিভি-র ছবির সঙ্গে এই যুবকের চেহারা মিলিয়ে দেখা হয়। চেহারায় মিল থাকায় রানাকে মারধর করতে শুরু করে দেন স্থানীয় মানুষজন। মারের চোটে চুরির কথা স্বীকার করে নেয় যুবকটি। তার পরে কাপড়ের দোকানের কাঁচি দিয়ে তার চুল ও ভুরু কেটে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। যুবককে উদ্ধার করে পুলিশ।



মন্তব্য চালু নেই