মোদির সঙ্গে সেলফিতে ব্যস্ত প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা

সম্পর্কের নতুন উচ্চতা তৈরিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রটোকল ভেঙে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে বিমান বাংলাদেশের বোয়িং-৭৭৭ আকাশ প্রদীপে দিল্লিতে পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকে নির্দিষ্ট গাড়িতে শেখ হাসিনা চলে যাওয়ার পরও ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করছিলেন। মোদিকে কাছে পেয়ে এ সময় শেখ হাসিনার সফরসঙ্গীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

বার্তা সংস্থা এএনআই টুইটারে কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা মোদিকে ঘিরে সেলফি তুলছেন। নয়াদিল্লিতে শেখ হাসিনাকে বহনকারী বিমান অবতরণের দৃশ্য টুইটারে সরাসরি সম্প্রচার করেছে এএনআই।

এতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে ওঠার পর নরেন্দ্র মোদি বাংলাদেশি কর্মকর্তাদের অভ্যর্থনা জানাচ্ছেন। এ সময় বাংলাদেশি কর্মকর্তারা তাকে ঘিরে একের পর এক সেলফি তুলতে থাকেন।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা সফরসঙ্গী হয়েছেন।

এছাড়া ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ২৫৭ সদস্যের প্রতিনিধিরাও রয়েছেন।



মন্তব্য চালু নেই