মোদিকে শেখ হাসিনা ও খালেদার অভিনন্দন

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের জন্য নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের প্রধানমন্তী পদপ্রার্থী নরেন্দ্রমোদিকে টেলিফোনে অভিনন্দন জানান। প্রধামন্ত্রী  শেখ হাসিনার অভিনন্দন জানানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোট। নরেন্দ্র মোদি জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন।

সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে অনানুষ্ঠানিক ফলাফলে এ পর্যন্ত প্রয়োজনীয় ২৭২টি আসনে জয় পেয়েছে এনডিএ’র প্রার্থীরা। অবশ্য এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।

ধারণা করা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এই জোট তিনশ’র বেশি আসনে জয় পাবে।



মন্তব্য চালু নেই