মোটা নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলে স্ট্রোকের ঝুঁকি

যেসব মোটা নারীরা জন্মনিয়ন্ত্রণ পিল খায় তাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

গবেষণায় বলা হয়, মেদবহুল নারী যারা জন্মনিয়ন্ত্রণ পিল খান তাদের সেরিব্রাল ভিনাউস থ্রোমবসিস(সিভিটি-মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা) সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ গুণ বেশি।

সিভিটি বা মস্তিষ্কের শিরায় রক্তজমাট বাঁধার এই বিরল রোগটি সাধারণত মানুষের মধ্যে কম দেখা যায়। সাধারণত ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। বিশেষ করে গর্ভবতী নারী অথবা গর্ভনিরোধক হরমোনাল থেরাপি গ্রহণ করে এমন নারীদের। তবে যেসব নারী বা পুরুষরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী খান না তাদের ক্ষেত্রে স্থূলতার সঙ্গে সিভিটির কোনো যোগসূত্র খুঁজে পাননি গবেষকরা।

নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন এম কোটিনহো বলেন, স্থূলকায় নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঙ্গে সিভিটির ঝুঁকি বৃদ্ধির যোগসূত্র পাওয়া গেছে। তাই অতিরিক্ত ওজনের নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার পরামর্শ দিতে চিকিৎসকদের সতর্কতা অবলম্বন করা উচিত।



মন্তব্য চালু নেই