মোটর সাইকেল চুরির হিড়িক : রাজনীতিবিদ সাংবাদিক কেউ বাদ পড়ছে না

রাজবাড়ীতে প্রতিদিনই ঘটছে মোটর সাইকেল চুরির ঘটনা। রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা কেউ বাদ পড়ছে না। একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে মোটর সাইকেল মালিকরা। তবে চুরি করেও পাড় পেয়ে যাচ্ছে চোর চক্র।

জানাগেছে, সোমবার রাতে একুশে টেলিভিশন ও কালের কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের মোটর সাইকেল চুরি হয়েছে। চোরেরা বাড়ীর গ্রিল কেটে ভিতরে ঢুকে নিয়ে গেছে মোটর সাইকেলটি। এর আগে বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের মোটর সাইকেল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুনের মোটর সাইকেল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেনের মোটর সাইকেল, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নুর মোটর সাইকেল, কালের কন্ঠের রাজবাড়ী জেলার বানিজ্যিক প্রতিনিধি মেহেদী হাসানের মোটর সাইকেল, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মোটর সাইকেল, বালিয়াকান্দি কলেজের প্রভাষক নজরুল ইসলামের মোটর সাইকেল, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের মোটর সাইকেল, পাটকিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মোটর সাইকেল, পাটকিয়াবাড়ী গ্রামের স্বাস্থ্য সহকারী সোহেল রানার মোটর সাইকেলসহ পাংশা, কালুখালী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাতে প্রতিদিনই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। বর্তমানে বেশির ভাগ মোটর সাইকেল দিনে-দুপুরে চুরি হচ্ছে। তবে চোরাই মোটর সাইকেল উদ্ধারে কোন অগ্রগতি না থাকায় চুরির ঘটনা বাড়ছে।



মন্তব্য চালু নেই