মেয়ের সাথে পরীক্ষা দিয়ে জিপিএ পয়েন্ট বেশি পেলেন মা

ভোলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় একই সাথে অংশ নেয় মা ও মেয়ে।

রোববার প্রকাশিত ফলাফলে এগিয়ে যান মা।

এই অদম্য মা কাওছার জাহান শিখা পেয়েছেন জিপিএ ৪.৯১। তিনি ভোলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা নিত্য শিল্পী সালাউদ্দিন হারুনের স্ত্রী।

আর তাদের মেয়ে সানজানা আইভি বর্ষা মেয়ে পেয়েছেন জিপিএ ৪.৭০।

মা শিখা জেলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে কারিগরি শাখায় এবং মেয়ে বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে মানবিক শাখায় পরীক্ষা দিয়েছিলেন।

মা-মেয়ের এই সাফল্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মেয়ে বর্ষা বলেন, মা এ বয়সে পাস করায় আমি মহাখুশি। পড়ালেখার কোনো বয়স নেই। মা এটা প্রমান করলেন। নিজের ইচ্ছা থাকলেই সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যায়, বলেন মেয়ে বর্ষা।



মন্তব্য চালু নেই