‘মেসিকে ছুঁতে পারবে না কেউ’

স্প্যানিশ জায়ান্ট বার্সার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে লিওনেল মেসির করা ৪০০ গোলের রেকর্ড আর কেউ করতে পারবে না বলেই বিশ্বাস করেন তার কোচ লুইস এনরিকে।

গত শনিবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের ইনজুরি টাইমে গোলটি করে অসাধারণ মাইলস্টোন স্পর্শ করেন মেসি।
দলের সেরা তারকার দারুণ এই কীর্তির প্রশংসা করতে গিয়ে কোচ এনরিকে মন্তব্যটি করেন। তিনি বলেন, ‘মেসি সেরা অবস্থানে আছে। ৪০০ গোল? এটা প্রায় অসম্ভব। আমি বলব এর পুনরাবৃত্তি সম্ভব নয়।’

ক্লাবের হয়ে ৪৭১টি ম্যাচ খেলে নতুন এই ইতিহাস রচনা করেন টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকা। লা লিগায় বার্সেলোনার হয়ে মেসির এটা ২৭৮তম গোল। ৭৫টি গোল তিনি করেন চ্যাম্পিয়ন্স লিগে। স্প্যানিশ কাপে করেন ৩২ গোল। স্পেনের সুপার কাপে করেন ১০ গোল। চারটি গোল করেন ক্লাব বিশ্বকাপে। বাকি একটি গোল মেসি করেন উয়েফা সুপার কাপে।

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি গত বছরের মার্চেই নিজের দখলে নেন মেসি। এর আগে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পাওলিনো আলকানতারা। ১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত খেলে ৩৬৯ গোল করেছিলেন তিনি।



মন্তব্য চালু নেই