মেনোপোজ কখন যৌন জীবনকে প্রভাবিত করা শুরু করে?

যৌন তৎপরতার এবং কার্যকারিতার পেছনে মেনোপোজের অবদান সম্পর্কিত বিতর্ক সবসমসয়ই ছিল।

একই বিষয়ে সম্প্রতি নতুন একটি গবেষণায় মোনোপোজ হওয়ার পর যৌন তৎপরতায় পতনের একটি বিস্তারিত সময়সুচি সরবরাহ করা হয়েছে।

গবেষণায় ১৪০০ নারীর তথ-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।

এতে দেখা গেছে, মোনোপোজের চুড়ান্ত পর্ব শুরু হওয়ার সর্বোচ্চ ২০ মাস আগে থেকে যৌন কার্যকারিতায় পতন শুরু হয়।

এই সময় থেকে শুরু করে মেনোপোজের চুড়ান্ত পর্ব শুরু হওয়ার পরের এক বছর পর্যন্ত যৌন কার্যকারিতা বছরে ০.৩৫ কমে আসে। যা পরের এক বছর পর্যন্ত অব্যাহত থাকে। তবে আরেকটু ধীর গতিতে।

মেনোপোজের ফলে যৌনতায় ঘাটতির এই গতি কালো নারীদের মধ্যে আরো ধীরে ঘটে। আর শেতাঙ্গ নারীদের তুলনায় জাপানি নারীদের মাঝে বেশি দেখা যায়। আর যে নারীরা চুড়ান্ত ঋতুস্রাবের আগে মূত্রাশয় অপসারণ করে ফেলেছে তারা সার্জারির আগে যৌন কার্যকারিতায় কোনো পতন দেখেননি। কিন্তু এর পরে পতন দেখেছেন। সবমিলিয়ে শেষ ঋতুস্রাবের পর পাঁচ বছর ধরে যৌন কার্যকারিতার পতন অব্যাহত থাকে।

মেনোপোজের সময় প্রায়ই জননাঙ্গ শুকিয়ে যাওয়া, মানসিক অবসাদ এবং উদ্বেগ দেখা দেয়। তবে এসব থেকে যৌন কার্যকারিতার ওপর মোনোপোজ বা সার্জারির প্রভাব ব্যাখ্যা করা সম্ভব নয়।

যৌন কার্যকারিতায় পতন একটি গুরুতর বিষয়। কারণ মধ্যবয়সী নারীদের ৭৫% গবেষণায় বলেছেন, যৌনতা ছিল তাদের কাছে মোটামুটি বা চরম গুরত্বপূর্ণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস



মন্তব্য চালু নেই