মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি : নিহত ৩

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর এলাকার সূর্যমূখি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহেনিয়া এলাকার আনাজল হকের ছেলে জামাল ছেরাং (৪৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন (২৫) ও শূন্যেরচর এলাকার রাশেদের ছেলে রাকিব হোসেন (১৭)। তবে উদ্ধার করা জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে শফিউল আলম ডিলারের ট্রলার নিয়ে শূন্যেরচর এলাকার সূর্যমূখি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান ১০ জেলে। এ সময় বৃষ্টি ও জোয়ারের কবলে পড়ে ট্রলারটি মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ জেলে নিখোঁজ হন। পরে পাশে থাকা অন্য জেলেরা গিয়ে সাত জনকে জীবিত উদ্ধার করলেও তিন জেলে নিখোঁজ থাকে। এরপর সকালে স্থানীয়রা নিখোঁজ তিন জেলের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে ।



মন্তব্য চালু নেই