মৃত মানুষের সাথে বাস করেন যারা!

ইন্দোনেশিয়ার তোরাজান এলাকায় মৃত্যুকে জীবনের শেষ বলে মনে করা হয় না। এখানে মৃত্যু মানে অপর আরেক জীবনের শুরু।

সেই এলাকার মানুষ মৃত মানুষকে অসুস্থ মানুষ হিসেবে বিবেচনা করে। সেখানে বসবাস করা অর্ধেকের বেশি মানুষ মনে করে মৃত্যুর পরও অনেকে জীবিত থাকে। তারা মৃত মানুষের শরীরের সাথে এমন কিছু কার্যকলাপ করে যে, আপনি দেখলেও ভয় পাবেন। তারা মৃত মানুষদের কফিন থেকে বের করে নিয়ে নিজেদের সাথে রাখে। লাশের সাথে তারা বিভিন্ন স্থানে চলাচল করে।

মৃত্যুর ২ বা ৩ সপ্তাহ পর তারা লাশের শেষকৃত্য সম্পন্ন করেন। এর আগ পর্যন্ত তারা লাশের বিভিন্ন ধরণের ছবি তুলে নেন, লাশকে চা, কফি ও বিভিন্ন স্ন্যাকস খেতে দেন। তাদের জন্য পাঠা বলি দেয়া হয়। এরপর সেই লাশ ঘরে নিয়ে যাওয়া হয়, তারপর পরিবারের সকলের সাথে রাখা হয়, তারপর পাশে ধানের ঘরে রাখা হয়, অবশেষে সেই লাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষকৃত্যের দিন পরিবারের সকলে কাঁদে।

প্রায় ৫০ জন পুরুষ মিলে বাঁশ দিয়ে একটি কফিন তৈরি করে। এরপর সেই কফিনে লাশ রেখে আসে। এরপর তারা আবার দ্বিতীয় শেষকৃত্য করেন। তখন সেই কফিনের উপর বিভিন্ন ধরণের খাবার ও সিগারেট রেখে আসেন। পরে কফিনসহ সেই লাশ পানিতে ভাসিয়ে দেয়া হয়।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।



মন্তব্য চালু নেই