‘মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন হলেই আমৃত্যু কারাদণ্ড’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সুপ্রিম কোর্ট (আপিল ও হাইকোর্ট বিভাগ) থেকে যাবজ্জীবন সাজা দিলে সেই ব্যক্তিকেই শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, ‘নিম্ন আদালতে যাবজ্জীবনের ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুসরণ করা হবে। অর্থাৎ সেখানে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড হবে না। তবে আপিল ও হাইকোর্ট বিভাগ যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দেন, সে ক্ষেত্রে শুধু সেই অপরাধীকে আমৃত্যু কারাভোগ করতে হবে।’

এ ক্ষেত্রে ফৌজদারি আইনের কোনো অংশ সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ ধরনের মামলার ক্ষেত্রে অন্যকোনো রেয়াত সুবিধা দেওয়া হবে না। তবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। যাদের মামলা আপিলে আসেনি তাদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।’

এর আগে গতকাল (সোমবার) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির স্বাক্ষর করা একটি রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। আপিল বিভাগ সেই রায়ে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড হবে বলে উল্লেখ করেন



মন্তব্য চালু নেই