আশুলিয়ায় ব্যাংক ডাকাতি

মূলহোতা আনসারুল্লাহ বাংলা টিম নেতা গ্রেফতার

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মূলহোতা আনসারুল্লাহ বাংলা টিমের নেতা মাহফুজুল ইসলাম শামিম ওরফে সুমনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ (সাভার সার্কেল) জানান, রবিবার রাত ১টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে শামিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিম জানিয়েছেন তিনি অপারেশন কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনিই প্রথম রাইফেল হাতে ব্যাংকে ঢুকেছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় বাড্ডা এলাকার একটি বাসা থেকে শামিমকে গ্রেফতার করা হয়।

২১ এপ্রিল দুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের বোমা বিস্ফোরণ, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ ৯ জন নিহত হন। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হন। ডাকাতের হামলায় আহত হন আরও ২০ জন। ঘটনার পরদিন ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল হাসান আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই