মূত্রথলি থেকে বের হল প্রায় দেড় কেজি পাথর

মূত্রথলিতে জমা হয়েছিল পাথর। প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। চিকিৎসকের সন্দেহ ছিল মূত্রথলিতে বড়সড় পাথর রয়েছে। কিন্তু তা যে এতবড় তা ভাবেননি সার্জেন ডাঃ ধীরুভাই প্যাটেল।

বৃহস্পতিবার অপারেশন করে ওই রোগীর মূত্রথলি থেকে প্রায় ১.৪ কেজির পাথর বের করলেন তিনি।

ঘটনাটি ভারতের গুজরাটের ধরমপুরের এক বেসরকারী হাসপাতালের। মহেশভাই প্যাটেল নামে বছর ৪৫–এর এক রোগীর শরীর থেকে বেরল এই পাথর।

চিকিৎসক জানাচ্ছেন, ১৯৯৭ সালে এক দুর্ঘটনায় মূত্রথলিতে চোট পান ওই ব্যক্তি। তখনও তিনি তাঁর কাছেই চিকিৎসার জন্য এসেছিলেন। সেই সময় থেকেই মূত্রথলির সমস্যায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে ১ কেজি ৪০০ গ্রামের এই পাথরটি বের করেন ডাঃ ধীরুভাই প্যাটেল। মূত্রথলিতে এতবড় পাথর ভারতে এর আগে আর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই