মুস্তাফিজের কাউন্টি খেলা এখনও অনিশ্চিত

আইপিএল শেষ। শিরোপা জয় করে দেশেও ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরপরই তার ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগ খেলতে যাওয়ার কথা। তবে ফিট থাকা সাপেক্ষেই তাকে কাউন্টিতে খেলার অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সেই ফিট কতটা মুস্তাফিজ? তা জানতে আজ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন তিনি। দেখা করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করিয়েছেন।

পরীক্ষা-নীরিক্ষাগুলোর রিপোর্ট পেতে দু’দিন অপেক্ষা করতে হবে। মুস্তাফিজের পরীক্ষা-নীরিক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তিনি কতটা ফিট এবং এরপরই জানা যাবে তিনি আসলে কাউন্টি খেলতে যেতে পারবেন কি না।

তবে মুস্তাফিজ নিজে মিডিয়ার সামনে উপস্থিত হননি।



মন্তব্য চালু নেই