মুসলিম হত্যার অভিযোগ থেকে ১৬ পুলিশকে খালাস

মুসলিম নিধনের দায়ে অভিযুক্ত ১৬ পুলিশ সদস্যের সবাইকে বেকসুর খালাস ঘোষণা করেছে দিল্লির এক আদালত। ভারতে ২৭ বছর আগে এক দাঙ্গার সময় ওইসব মুসলিমদের হত্যা করা হয়েছিল।

ভারতের উত্তরাঞ্চলীয় মিরাট শহরে ১৯৮৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় এই ১৬ পুলিশ ৪০ জনের মত মুসলমানকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় স্থানীয় এক মসজিদের সামনে জড়ো হয়েছিলেন ওই নিরস্ত্র মুসলমানরা। তাদেরকে তুলে নিয়ে যায় এলাকার এক সশস্ত্র গোষ্ঠী। পরে এসব নীরিহ মুসলিমদের খালে ফেলে হত্যা করেছিল ওই পুলিশ সদস্যরা।

শনিবার সরকারি পক্ষের আইনজীবী সতীশ তামতা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘ওই ১৬ জনের সবাইকে অভিযোগ থেকে রেহাই দেয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত সন্দেহজনক সুবিধা (বেনিফিট অব ডাউট) বিধিতে তাদের নির্দোষ বলে ঘোষণা করেছে।’

তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন কীনা সে বিষয়ে কিছু বলেননি ওই আইনজীবী।

উল্লেখ্য, মিরাট হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৯৬ সালে সবমিলিয়ে ১৯ পুলিশের বিরুদ্ধে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছিল। বিচার চলাকালেই মারা যায় তিন আসামি। বাকি অভিযুক্তরা এর আগেই জামিনে বাইরে রয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।



মন্তব্য চালু নেই