মুসলমানদের বাংলা নয়, হিজরি নববর্ষ পালন করা উচিত : হেফাজত

মুসলমানদের বাংলা নয়, হিজরি নববর্ষ পালন করা উচিত বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মুসলমানরা বাংলা বর্ষবরণ করবে, হিজরি বর্ষবরণ কেন করবে না? বাংলা নববর্ষ মুসলমানদের জন্য নয়, হিজরি নববর্ষ মুসলমানদের উৎসব। বৃহস্পতিবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এসব কথা বলেন।

ভাস্কর্যের অপসারণ নিয়ে হেফাজতের বক্তব্য অনেক গণমাধ্যমে ভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন আজিজুল হক। তিনি বলেন, ,আমরা সব ভাস্কর্যের বিরোধিতা করছি না। শহীদ মিনার, স্মৃতিসৌধ আছে, ফোয়ারা আছে, শাপলা আছে, এসব নিয়ে আমাদের বিরোধিতা নেই। আমরা শুধু বলছি মানুষ বা কোন প্রাণীর আকৃতির মূর্তি নিয়ে, যা ইসলামে নিষেধ করা হয়েছে। সৌন্দর্য কি শুধু মূর্তি বানালেই হয় ? শাপলা চত্বরের শাপলা কি অসুন্দর ?

মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গে আজিজুল হক বলেন, মুখোশ মানুষের জন্য কি মঙ্গল আনতে পারে ? মুখোশ মুখে দিয়ে কার কাছে মঙ্গল কামনা করা হয় সেই প্রশ্ন আমরা তুলেছি। আর মঙ্গল শোভাযাত্রা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। এটা কোনোভাবেই মুসলমানদের উৎসব হতে পারে না।



মন্তব্য চালু নেই