মুশফিকের পরিবর্তে এখন টাইগার অধিনায়ক যিনি

বাংলাদেশের ৭৭ তম ক্রিকেটার হিসাবে টেস্টে অভিষেক হয় তার। মুশফিকুর রহিম দীর্ঘদিন উইকেটকিপার ব্যাটসম্যান ও টেস্ট অধিনায়ক হিসাবে ছিলেন। মুশফিক মূলত ফর্মে নেই। তাই হয়তো হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে উইকেটের পেছনে দেখা যাবে না মুশফিকুর রহিমকে।

তার পরিবর্তে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলে নবাগত লিটন কুমার দাস। এমন খবর দিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্টে মাঠে অভিষেক ঘটে দিনাজপুরের এই ক্রিকেটারের। অভিষেকেই অন্য আরেকটি অভিজ্ঞতা পেয়েছেন লিটন দাস।

মুশফিকের পরিবর্তে তখন কিপিং করেন লিটন দাস। ওয়ানডে লিটন দাস তেমন কিছুই করতে পারেননি। কিন্তু বিসিবি কিভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাকে টেস্ট অধিনায়ক করে সে প্রশ্ন জাগছে জোড়ালোভাবে। তথ্যসূত্র : কালের কন্ঠ



মন্তব্য চালু নেই