মুম্বাইয়ে বিস্ফোরণে নিহত ৩, আহত ৪০

ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে বয়লার বিস্ফোরণে নিহত হয়েছে ৩ জন। এতে আহত হয়েছে ৪০ জনের বেশি। নিহতের সংখ্যা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাইয়ের দোমবিবলি এলাকায় আচার্য ক্যামিক্যাল ফ্যাক্টরির বয়লার বিস্ফোরিত হয়েছে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

কল্যাণ দোমবিবলি মিউনিসিপ্যাল করপোরেশনের (কেডিএমসি) মেয়র রাজেন্দ্র দেবলেকার তিন জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

কিছু লোক ফ্যাক্টরিতে আটকে পড়ে থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আচার্য ফ্যাক্টরির বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিস্ফোরণ থেকে আগুন সৃষ্টি হয়, যা ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে লেগে যায়। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

এদিকে বিস্ফোরণের পর দোমবিবলির রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। প্রচ- যানজটে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়।



মন্তব্য চালু নেই