মুন্সীগঞ্জে সংবাদকর্মীকে গুলি: তিনজনের সাজা

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক সংবাদকর্মী ও দলিল লেখক মোক্তার হোসেনকে গুলি করার মামলায় ২ জনকে ৭ বছর করে ও আরেকজনকে ৩ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভুইয়া এ রায় প্রদান করেন।

এ মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। দ-প্রাপ্তদের মধ্যে সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. লিয়াকত হোসেন (২৭) ও একই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মো. মহিউদ্দিন (৩৫)-কে ৭ বছর করে এবং মৃত অখিল উদ্দিনের ছেলে আফিল উদ্দিন (৪৫)-কে ৩ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

সরকার পক্ষের আইনজীবী শামসুন নাহার শিল্পী জানান, ২০১২ সালের ২৪ শে জুন সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার গোয়ালখালী ব্রিজ কাউন্টারের পাশে আসামি লিয়াকত গং মোক্তার হোসেনের উপর লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি করে। গুলিতে আহত মোক্তারকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় মোক্তার হোসেনের স্ত্রী আফসানা আফরোজ শীলা বাদী হয়ে ১২জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই