মুদারপুর গ্রামে বৈশাখী উৎসব সম্পন্ন

ময়মনসিংহের সদর উপজেলায় চরনিলিক্ষীয়া ইউনিয়নে মুদারপুর গ্রামের জনগোষ্ঠির আয়োজনে বারসিকের সহযোগিতায় শনিবার শেষ হলো বৈশাখী মেলা।

এ উপলক্ষে মোজাহারদি, শাহবাজপুর, রশিদপুর, চরগোরামপুর, শর্ষিণাবাদ, গ্রামের শতশত নারীপুরুষ, যুবক, শিক্ষার্থী, শিক্ষক, কিশোর-কিশোরী মিলে প্রায় ৭০০০ হাজার মানুষ পালন করেছে বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষবরণ।

বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল আনন্দর‌্যালি, আলোচনা সভা, হাড়িভাঙা, কুইজ কুইজ, বাননের কলা গাছে ওঠা, চেয়ারদখল, চোখ পলান্তি, মেহেদি উৎসব, আল্পনা আকাঁ সহ বিভিন্ন গ্রামীন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক মেম্বার জামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরনিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব নূরমোহাম্মদ মীর, আরো উপস্থিত ছিলেন সাধুপাড়া মাদ্রাসা সুপার মোয়াজ্জেম হোসেন আজমী, ডা: নূরমোহাম্মদ, ডা: নজরুল ইসলাম, এডভোকেট ছাইদুর রহমান, অব: শিক্ষক মতিউররহমান আকন্দ, ইউনিয়ন পরিষদ সদস্য ছফির উদ্দিন, গোলাম রব্বানী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের এলাকায় বৈশাখী উৎসবে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের খেলাধূলা সহ গ্রামীন ঐতিহ্যগুলো দিনদিন হারিয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করতে আমাদেরই এগিয়ে আসতে হবে।



মন্তব্য চালু নেই