“মুজাহিদও প্রাণভিক্ষা চাননি”

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার রাত সোয়া ১২টার দিকে কারাগার থেকে বেরিয়ে এসে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ দাবি করেন।

এর আগে রাত ১০টা ২০ মিনিটের দিকে কারাফটকে পৌঁছান মুজাহিদের পরিবারের ১১ সদস্য।

মুজাহিদের ছেলে দাবি করেন, তার বাবা রাষ্ট্রপতির কাছে কোনো প্রাণভিক্ষা চাননি। এটা সরকারের পক্ষ থেকে ছড়ানো হয়েছে বলেও দাবি মাবরুরের।

প্রসঙ্গত, এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরও দাবি করেন, তার বাবা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি।



মন্তব্য চালু নেই