মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র থেকে দেশ দূরে সরে যাওয়ার কারণেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে। দেশতো এমন ছিল না। এ দেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। কেন এমন হলো? এর কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশ দূরে সরে গেছে। সেই কারণে দেশের এ অবস্থা।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি বলেন, ‘দেশে সংসদ আছে, গণতন্ত্র নেই। বিরোধী দল আছে কিন্তু তাদের ভূমিকা নেই। এ ভাবে রাষ্ট্র চলতে পারে না।গণতন্ত্র, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান সমার্থক শব্দ। আমরা এখন অন্ধকার-অমানিশার মধ্যে দিক খুঁজে পাচ্ছি না। সমাজিক অবক্ষয় হচ্ছে। ধর্মীয় অসহিষ্ণুতা, শিশু হত্যা, ধর্ষণে দেশ ছেয়ে গেছে। এখন মায়ের হাতে শিশু খুন হচ্ছে। কতবড় সামাজিক অবক্ষয়! এ অবস্থা থেকে উত্তরণে জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।’



মন্তব্য চালু নেই