মীর কাসেমের ফাঁসি : ছয় জল্লাদ প্রস্তুত

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় কার্যকর করতে কাশিমপুর কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। কারা সূত্রে এতথ্য জানা গেছে।

জল্লাদরা হচ্ছেন – শাহজাহান, নজরুল, রিপন, শাহিনুর, চাঁন মিয়া, দ্বীন ইসলাম।

কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর গাজীপুরের অবস্থিত কাশিমপুর কারাগারে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো ও শামিয়ানা টানানোর ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ছয় জল্লাদকে। তাঁরা বিভিন্ন মামলায় সাজা খাটছেন। এই জল্লাদরাই ফাঁসির কার্যকরের আগে ও পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

সন্ধ্যার পর থেকে কারাগারকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সন্ধ্যার পর ওই এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই