মিসবাহদের আকরামের পরামর্শ

বিশ্বকাপে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। গ্রুপ পর্বের খেলায় এরই মধ্যে দুটি ম্যাচে হেরেছে দলটি। এমন অবস্থায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে লম্বা মিটিং বা ট্রেনিংয়ের আয়োজন না করে ক্রিকেটারদের রিলেক্সে (চাপমুক্ত) রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
জিও নিউজ চ্যানেলকে এক সাক্ষাৎকারে আকরাম বলেছেন, ‘লম্বা মিটিং, আলোচনা বা কঠোর ট্রেনিংয়ের আয়োজন করলে ভাল হবে না। পরবর্তী ম্যাচের আগের (জিম্বাবুয়ে) কয়েকদিন ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখার জন্য রিলেক্স দিলেই ভাল। তাতে ক্রিকেটাররা সবকিছু নতুন করে শুরু করতে পারবে।’
আকরামের মতে, ‘যা হয়েছে তা পরিবর্তন করা সম্ভব হবে না। তাই নতুন করে কিভাবে শুরু করা যায় সেটা করাই জরুরি। বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে পাকিস্তান। ১ মার্চ জিম্বাবুয়ের মুখোমুখি হবে মিসবাহরা।



মন্তব্য চালু নেই