মিশেল ওবামার জন্য বিশেষ উপহার ১০০ বেণারসী শাড়ি

রবিবার ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেজন্য দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে। তবে শুধু রাজধানীই নয়, মন্দির নগরী বারাণসীর তাঁতশিল্পীদের মধ্যেও সাজো সাজো রব।

দিনরাত এক করে তাঁরা বুনে চলেছেন বেণারসী শাড়ি। কাশীর তাঁতশিল্পীরা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ১০০-র বেশী এই বাহারি শাড়ি উপহার দিচ্ছেন।

সূত্রের খবর,  নিজের কেন্দ্রে বারাণসী থেকে মিশেলের জন্য এই বিশেষ উপহারের অনুরোধ আসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। এক দোকানদার জানিয়েছেন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক ১০০ টি শাড়ি প্যাক করার নির্দেশ দিয়েছে। ওই শাড়িগুলি দিল্লিতে পাঠানো হবে।

চিরাচরিত সিল্ক থেকে সাম্প্রতিক তাঁতের কাজ- বারাণসীর তাঁতশিল্পীদের হাতের কাজের নমুনা উপহার হিসেবে তুলে দেওয়া হবে মিশেলের হাতে। প্রতিটি শাড়ির দাম মোটামুটি ৫০ হাজার থেকে কয়েক লক্ষ টাকা। সিল্ক, সোনা ও রুপোর জরি বোনা এই শাড়িগুলি হতে চলেছে বারাণসীর ঐতিহ্যবাহী শিল্পকর্মের নিদর্শন। ধুঁকতে থাকা তাঁতশিল্পের পুনরুজ্জীনের প্রয়াস হিসেবেই বেণারসী শাড়ি উপহারের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।



মন্তব্য চালু নেই