মিশেল ওবামাকে ‘যৌনকর্মী’ বলল আইএস

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এবার তাদের দলীয় পত্রিকায় মিশেল ওবামাকে ‘যৌনকর্মী’ বলে ভৎর্সনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইএস-এর পত্রিকা দাবিক-এর নবম সংস্করণে এক প্রবন্ধে মিশেলকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করে।

‘ক্রীতদাসী অথবা যৌনকর্মী’ শীর্ষক পাঁচ পাতার একটি প্রবন্ধে এক আইএস জঙ্গিরই স্ত্রী উম্মে সুমাইয়া আল-মুহাজিরা দাবি করে, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করাকে কখনওই ধর্ষণ বলা চলে না- এটা জীবনেরই অংশ। এই মুজাহিরাই দাবিকের অষ্টম সংস্করণে তার সব মুসলিম ‘বোন’কে সিরিয়ায় এসে আইএস জঙ্গিদের বিয়ে করার প্রস্তাব দিয়েছিল।

তবে এ বার তার বক্তব্য আরও বিতর্কিত। মার্কিন বিরোধী ঘৃণা চলে গিয়েছে ব্যক্তিগত আক্রমণের জায়গায়। যেখানে মিশেলকে কেবল গণিকা বলেই বিদ্বেষ উগড়ে দেয়নি আল-মুহাজিরা। তার কথায়, ‘কত হবে ওই মিশেলের দাম? দিনারের এক তৃতীয়াংশও না। এমনকী তাও মিশেল ওবামার জন্য বেশি।’

চলতি সপ্তাহে জাতিসংঘ প্রতিনিধি দাবি করেছে, বছরের পর বছর ধরে ধৃত মহিলাদের যৌনদাসী বানিয়ে রেখেছে আইএস। এমনকী সবচেয়ে ‘সুন্দরী কুমারীদের’ নিলামে পাঠানোর নজিরও আছে।

ভয়াবহ এই অপরাধকেই দাবিক পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে সমর্থন করেছে আল-মুহাজিরা।

তথ্যসূত্র : ডেইলি মেইল



মন্তব্য চালু নেই