মিশরে বিচারের মুখে ২৩৭ বিক্ষোভকারী

মিশরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগে ২৩৭ জনকে আদালতে হাজির করা হয়েছে। শনিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

গত মাসে লোহিত সাগরের দুটি দ্বীপের মালিকানা সৌদি আরবের কাছে হস্তান্তর করেন সিসি। সৌদি ও মিশরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৯৫০ সালে রিয়াদ দ্বীপ দুটি রক্ষার জন্য কায়রোকে অনুরোধ জানিয়েছিল। প্রকৃতপক্ষে সৌদি আরবই দ্বীপ দুটির মালিক। রিয়াদের অনুরোধেই এবার এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বীপ ফিরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ওই সময় পুরো মিশরে সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর সিসির বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ ঘটনায় ৩৮২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২৩৭ জনকে শনিবার কায়রো ও গিজা উপশহরের আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।



মন্তব্য চালু নেই