মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। সব মামলায় জামিনে থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

আজ বুধবার দুপুরে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেন।

মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিল। তিনটি মামলাতেই তিনি এখন জামিন পেলেন। তাই এখন আর মুক্তিতে কোনো বাধা নেই।

শাহবাগ থানায় দুদক এ মামলাটি দায়ের করেছিল। সে মামলায় তিনি নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন।

মির্জা আব্বাস বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী।



মন্তব্য চালু নেই