মির্জাপুরের আট যুবক মানব পাচারের ফাঁদে পড়ে ভারতের জেলে

বর্তমান সময়ে বিশ্ব মিডিয়ার আলোচিত খবর মানব পাচার। আর এই মানব পাচারের শিকার হয়েছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আট যুবক। দালাল চক্র তাদের কাজের সন্ধানে গত বছর ২০১৪ সালের ১৪ই আগস্ট মালদ্বীপ পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা করে নেন। কিন্তু তারা বর্তমানে মানব পাচারের ফাঁদে পা দিয়ে বিগত ৯ মাস ধরে ভারতের কারাগারে বন্দিদশায় জীবন পার করছেন।

এই ব্যাপারে, বৃহস্পতিবার মির্জাপুর প্রেস ক্লাবে এসে নিজেদের দুর্বিষহ জীবন-যাপনের কথা তুলে ধরেন ভুক্তভোগী আট যুবকের পরিবারের সদস্যরা। এসময় প্রত্যেকের পরিবার তাদের দুঃখ-দুর্দশার চিত্র প্রকাশ করার কথা জানান। এছাড়াও ভারতীয় কারাগারে আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে স্বজনেরা উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদের কাছে সহযোগিতা কামনা করেন।

এ ঘটনায়; মির্জাপুর থানায় একট মামলা দায়ের করা হলে পুলিশ মানব পাচারকারী দলের মূলহোতা নজরুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। অভিযুক্ত নজরুলের বাড়ি একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে।



মন্তব্য চালু নেই