মিরপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ : গুলিবিদ্ধ ১৫

রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলের সময় স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক আসলাম গ্রুপের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিন গ্রুপের সংঘর্ষ বাধে। এতে  ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তামান্না।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ১৬ জনকে ভর্তি করানো হয়েছে।

মিরপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমপি আসলাম সমর্থিত আফজাল হোসেন জুয়েল জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে এমপি আসলামের লোকজন হরতাল বিরোধী মিছিল নিয়ে যাচ্ছিল। এসময় সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিন সমর্থিত একটি গ্রুপ হামলা চালায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছড়রা গুলি ছোঁড়ে। এসময় ১৪ জন গুলিবিদ্ধ হন। আহত হন কমপক্ষে ৩০ জন।



মন্তব্য চালু নেই