মিয়ানমারে ১৭৫ টন ওজনের জেড পাথরের সন্ধান

মিয়ানমারের একটি খনিতে ১৭৫ টন ওজনের বিশাল এক জেড পাথরের সন্ধান পাওয়া গেছে।

পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলার বলে ধারণা করা হচ্ছে।

দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনি থেকে বিশালাকৃতির এই জেড পাথরটির সন্ধান পাওয়া যায়।

বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর অবশ্য মিয়ানমারেই পাওয়া যায়। দেশটির মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।

জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে “স্বর্গের পাথর” হিসেবে আখ্যায়িত করা হয়।

মূল্যবান এই রত্ন পাথরটি যখন পরিষ্কার করা হবে এবং ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে তখন এর দাম কয়েকগুণ বেড়ে যাবে।

জেড পাথরের নেকলেস ও ব্রেসলেট অনেক জনপ্রিয়। তার সাথে চায়নাতে বিভিন্ন মূর্তি বানাতে ব্যবহার করা হয় মূল্যবান এই পাথর। এছাড়া শরীর মেসেজেও পাথরটি ব্যবহৃত হয়ে থাকে।

২০১৩ সালে কানাডাতে ১৮ টন ওজনের নেফ্রাইত জেড পাথর পাওয়া যায়। সেটির বাজারমূল্য ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড।

জেড পাথরের দাম এখন বাড়ছে। কারণ বিভিন্ন কাজে এর ব্যবহার বাড়ছে। মিয়ানমার সরকার ও রাজনীতিবিদরা এই জেড পাথরের আবিষ্কারে তাদের আনন্দের কথা শেয়ার করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা ইউ টিন্ট সু বলেন ‘এটা আমাদের সরকারের সময় পাওয়া গেছে। এটা আমাদের জনগণের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।’ বিবিসি বাংলা।



মন্তব্য চালু নেই