মিনা ট্রাজেডি: ফেনীর ৩ হাজির প্রাণহানি

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ফেনীর ৩ হাজি নিহত হয়েছেন। এদের মধ্যে সোনাগাজীর সুয়াখালি গ্রামের তাহেরা বেগম, একই উপজেলার মতিগঞ্জ ইউনিয়ানের নদনা গ্রামের মো. নূর নবী ও পরশুরাম চিথলীয়া গ্রামের খালেদা বেগম। তাহেরা বেগম ও মো. নূর নবী সম্পর্কে ভাই-বোন।

এছাড়াও সোনাগাজীর পৌরসভার চরগনেশ গ্রামের মৃত শেখ এজহারুল হকের স্ত্রী বিবি ফাতেমা (৬৫) ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ানের মরহুম ওবাদুল হকের ছেলে জসিম উদ্দিনসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারের দাবি।

প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মুসল্লিরা মিনায় যাচ্ছিলেন। এ সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। জায়গাটি মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। এ ঘটনায় আহতদের স্থানীয় মিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় চার হাজার উদ্ধারকর্মী ও ২৫০টি অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধারে নিয়োজিত করা হয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি মানুষ মক্কায় হজ পালন করতে গেছেন।



মন্তব্য চালু নেই