মিনায় পদদলিত হয়ে ১৫০ জন নিহত

সৌদি আরবের মক্কা নগরীর মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৫০ জন হাজি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারশজন।

বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে হুড়োহুড়ির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি সিভিল ডিফেন্স টুইটার বার্তায় জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে।

এবার হজ শুরুর আগে মক্কায় মসজিদে হারামে ক্রেন দুর্ঘটনায় ১০৭ জন মারা যান। এ নিয়ে এবারের হজে দুটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, যা এর আগে কোনোবারই ঘটেনি।



মন্তব্য চালু নেই